• Sunday, May 19, 2024

চাঁপাইনবাবগঞ্জের গুলিবিদ্ধ ভারতীয় নাগরিকের মৃত্যু : লাশ হস্তান্তর

  • Sep 25, 2018

Spread the love

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ ভারতীয় নাগরিক মতিউর রহমান (৩৫)-এর মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বৈঞ্চবনগর থানার ক্যাম্পপাড়া পাওদেওনাপুর গ্রামের মো. জোহাক-এর ছেলে মতিউর রহমান গত ২০ সেপ্টেম্বর গুলিবিদ্ধ হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত পিলার ৪/৫-১এস এর নিকট প্রায় ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসে। খবর পেয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের মাসুদপুর বিওপির সদস্যরা তাকে উদ্ধার করেন।

পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে গত ২৪ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। লাশ হস্তান্তরের ব্যাপারে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ-এর ৩৬ ব্যাটালিয়নের সাথে যোগাযোগ করা হয় এবং তারা লাশ ফেরত নিতে সম্মতি জানালে গত কাল মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেওয়া হয়।

সীমান্ত পিলার নম্বর ১৭০/১-এস এর নিকট শূন্য লাইনে ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্প এবং বাংলাদেশের শিংনগর বিওপির মধ্যে পতাকা বৈঠকে উভয় দেশের স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে বাংলাদেশী পুলিশ ভারতীয় পুলিশের নিকট মতিউর রহমানের লাশটি হস্তান্তর করে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।