• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব পর্যটন দিবস

  • Sep 27, 2018

Share With

‘পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্র্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় চাঁপাইনবাবগঞ্জকে দেশীয় পর্যটন শিল্পের অন্যতম ঐতিহ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বক্তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ড. চিত্রলেখা নাজনিন, চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।