পাকিস্থানকে পরাজিত করায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্নস্থানে আনন্দ শোভাযাত্রা
- Sep 27, 2018
স্টাফ রিপোর্টার : গত বুধবার রাতে এশিয়া কাপে পাকিস্থানকে ৩৩ রানে পরাজিত করে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে উঠেছে। বাংলাদেশ জেতার আনন্দে তাই চাঁপাইনবাবগঞ্জের তরুণ, যুবকসহ সর্বস্তরের মানুষ বিভিন্নস্থানে যে যার মত আনন্দে মেতে উঠেছিলেন। বাংলাদেশ জেতার সাথে সাথে যেন তারা উল্যাসে ফেটে পড়ে।
তাৎক্ষনিক রাতে ও দিনে দেশের জাতীয় পতাকা হাতে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে ঢাকঢোল পিটিয়ে ও বাঁশি বাজিয়ে আনন্দেও বহিঃপ্রকাশ করেন দেশের সমর্থকরা। চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারি কলেজ মোড়, নিমতলা, ক্লাব সুপার মার্কেট, উদয় সংঘ মোড়সহ বিভিন্ন মহল্লার উঠতি বয়সের তরুণ যুবারাই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ানে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ শ্যামপুর ইউনিয়ন শাখার আয়োজনে কলেজ মোড় হতে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন এলাকা ঘুরে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। সবার এখন একটাই প্রত্যাশা ফাইনাল ম্যাচেও যেন বাংলাদেশ জিতে বিজয়ের বেশে দেশে ফিরবে।