• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন মেলার সব খবর জানাচ্ছে রেডিও মহানন্দাসহ অনলাইন-প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যম

  • Oct 04, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন। সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান, জেলা প্রশাসত এ এজ এম নূরুল হক, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএমসহ জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন।

এবারের মেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড মানুষের সামনে তুলে ধরতে ৮৬ টি স্টল অংশগ্রহণ করছে। অন্যান্য প্রতিষ্ঠানের সাথে উন্নয়ন মেলায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি গতবারের মত এবারও মেলায় স্টলে অংশগ্রহণ করছে। মেলার ৬৭ নং স্টলে প্রয়াসের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রদর্শন করছে।

 

এবারের উন্নয়ন মেলাতে প্রথম দিন দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে। বাকি দু’দিনও ভিড় আরো বাড়বে বলে মেলা কর্তৃপক্ষ জানিয়েছে। মেলার সর্বশেষ আপডেটসহ সব খবর জানাতে লাইভ সম্প্রচার করছে জেলার একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম। এ-ছাড়াও জেলার বহুল প্রচারিত দৈনিক গৌড় বাংলা ও ‘বৃহত্তর রাজশাহীর প্রতিচ্ছবি-দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ এ মেলার যাবতীয় খবর তুলে ধরবে।

রেডিও মহানন্দার প্রযোজক মো. নয়ন আলী মেলা প্রাঙ্গন থেকে এ প্রতিবেদককে জানান, বিকেল ৩ টা থেকে আমরা সরাসরি মেলা প্রাঙ্গন থেকে আপডেট খবর দিচ্ছি। শেষ দিন পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। অন্যদিকে অন্যান্য গণমাধ্যমের পাশাপাশি জেলার বহুল প্রচারিত দৈনিক গৌড় বাংলা পত্রিকাতেও মেলার খুঁটিনাটি বিষয় তুলে ধরবে। এ-ছাড়াও জেলা ও জেলার বাইরে থেকে বিভিন্ন অনলাইন পত্রিকাতেও উন্নয়ন মেলার খবর জানা যাবে।