• Tuesday, December 3, 2024

বৃহত্তর রাজশাহী সমিতির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন

  • Oct 05, 2018

Share With

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুরে বৃহত্তর রাজশাহী সমিতি ঢাকা’র উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে ছত্রাজিতপুর এতিমখানায় এ কার্যক্রমের  শুভ উদ্বোধন ঘোষণা করেন বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকা’র সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনোয়ন প্রত্যাশী ইন্জ্ঞিনিয়ার মাহ্তাব উদ্দিন।

বৃহত্তর রাজশাহী সমিতি ঢাকা’র উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন কার্যক্রমে প্রায় ২০০০ রোগীর চক্ষু পরীক্ষান্তে ৫০০/৬০০ রোগীর ছানি অপারেশন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বৃহত্তর রাজশাহী সমিতি ঢাকা’র কোষাধ্যক্ষ জনাব গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম, বৃহত্তর রাজশাহী সমিতির প্রচার ও প্রকাশনা সস্পাদক জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সস্পাদক এনামুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রোগী বাছাই আগামীকালও চলবে। লায়ন ক্লাব অব ঢাকা, রোজ গার্ডেন এর সহযোগিতায় এ ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে।