শিবগঞ্জে মহিলা সমাবেশ ও ফ্রি মেডিকেল ক্যাম্প
- Oct 06, 2018
স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষায় মহিলা সমাবেশ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার সংলগ্ন কেজি স্কুল মাঠে একাদশ নির্বাচন উপলক্ষে মহিলা সমাবেশ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ।
৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল। শিমুল তাঁর বক্তব্যের মাধ্যমে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মহিলাদের জন্য কর্মস্থান, বিধবা, স্বামী পরিত্যক্ত ও বয়স্ক ভাতাসহ বিভিন্ন ধরনের উন্নয়নের চিত্র তুলে ধরেন।
এ-সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও শতাধিক মহিলা। সমাবেশ শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন ডা. শিমুল।