• Tuesday, December 3, 2024

ইমন ও আনন্দের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জে নৈরাজ্য ঠেকাতে ছাত্রলীগের সতর্ক অবস্থান

  • Oct 10, 2018

Share With

স্টাফ রিপোর্টার : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মীরা বঙ্গবন্ধু মুক্তমঞ্চসহ শহরের বিভিন্নস্থানে অবস্থান নিতে দেখা গেছে। বৃহস্পতিবারের রায়কে ঘিরে যেন কোন প্রকার বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করতে না পারে সে জন্য জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দসহ দিনব্যাপী শহরের বিভিন্ন স্পটে সতর্ক অবস্থানে ছিলেন।

বহুল আলোচিত এ রায়কে ঘিরে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের টহল দিতেও দেখা গেছে। বিশেষ করে বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থান ছিল চোখে পড়ার মত।

আরিফুর রেজা ইমন দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শান্তি চান, নৈরাজ্য চান না। তাই সে নৈরাজ্য যাতে কেউ করতে না পারে সে জন্য চাঁপাইনবাবগঞ্জের ছাত্রলীগ দিনভর শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ছিল। ইমন আরও জানান, কেন্দ্র থেকে ঘোষণা আসলে কয়েকদিনের মধ্যে ছাত্রলীগ শহরে কর্মসূচী পালন করবে।