• Thursday, November 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভা

  • Oct 14, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে রবিবার সকালে শিক্ষামান উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেট (শিল্পকলা মার্কেট) অবস্থিত শিক্ষক-কর্মচারি কল্যাণ তহবিল এর জেলা কার্যালয়ে সমিতির সভাপতি ও রাণীহাটি বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক ও নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবির।

আরও বক্তব্য দেন সদর উপজেলা শাখা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা শাখা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ দৌলা, নাচোল উপজেলা শাখা শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ও সোনাই চন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, জেলা শিক্ষক সমিতির নির্বাহী সদস্য ও হরমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মনিরুল ইসলামসহ অন্যরা।

সভায় সিদ্ধান্ত হয়, জেলা প্রতিটা উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধির করতে হবে। শিক্ষার্থীদের পাঠদান উন্নত করে জেলা-উপজেলার শিক্ষার হার বৃদ্ধি করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য জেলাতে শিক্ষা বিষয়ক গবেষণাগার তৈরি করতে হবে। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা-প্রযুক্তির মাধ্যমে তাদের মেধাশক্তি আরো বিকাশিত হবে বলে মনে করেন উপস্থিত শিক্ষকগণ।