• Tuesday, December 3, 2024

শিবগঞ্জে কারেন্ট জাল ধ্বংস : ইলিশ মাছ আটক

  • Oct 18, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি : বুধবার সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ও বোগলাউড়ি মাছঘাটে ভ্রাম্যমান আদালতের সহায়তায় অভিযান চালিয়ে দশমিক ১০ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় আদালতের দায়িত্ব পালন করেন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেন। অভিযান পরিচালনা কালে সিনিয়র মঃস কর্মকর্তা বরুন মন্ডল সহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অন্যদিকে পরদিন বৃহষ্পতিবার সকালে মনাকষা বাজার সংলগ্ন রাস্তায় ইলিশ মাছ আটক করে চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ২ টি এতিম খানায় বিতরণ করা হয়।