• Tuesday, December 3, 2024

এসপি নুরুল ইসলামের উদ্যোগে কুমিল্লায় শেখ রাসেলের জন্মদিন উদযাপন

  • Oct 19, 2018

Share With

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের অায়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বার্ডের মহাপরিচালক ড. মিজানুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তাঁর সভাপতির বক্তব্যে বলেন, ১৫ আগষ্ট শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের সকলকে হত্যার মধ্য দিয়ে মানবতাকে হত্যা করা হয়েছিল। শেখ রাসেল বেঁচে থাকলে তিনি তাঁর বোনের পাশে থেকে, দেশকে আরও দ্রুত উন্নয়নের দিকে নিয়ে যেতে পারতেন। শেখ রাসেলের বড় বোন বঙ্গবন্ধু কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই মুক্ত চিন্তা, প্রগতিশীলতা, গণতন্ত্রের অগ্রযাত্রা আজও অব্যাহত রয়েছে। শেখ রাসেলরা কখনও মরেনা, মরতে পারেনা ! আজকের তরুণ প্রজন্ম, আজকের শেখ রাসেলরাই এগিয়ে নিয়ে যাবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে।

সম্মানিত অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, বঙ্গবন্ধুর হাতে গোড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আজ বাংলাদেশের সবচেয়ে বড় প্রগতিশীল সংগঠন। এক রাসেল লোকান্তরে, লক্ষ রাসেল বাংলার ঘরে ঘরে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ আজ এগিয়ে চলেছে দূর্বার গতিতে। আবারও রাষ্ট্রক্ষমতায় আওয়ামীলীগকে আনতে সকল প্রকার অনৈক্য, ভেদাভেদ ভুলে নৌকার পতাকাতলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কুমিল্লা বার্ডে অনুষ্ঠিত এই স্মরণসভায় স্থানীয় সুশিল ও সাংস্কৃতিক সমাজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ৫৪ পাউন্ডের কেক কেটে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উদযাপন করা হয় এবং শেখ রাসেলসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।