• Thursday, November 21, 2024

ঢাবিতে হামলার প্রতিবাদ জানালো রাবি শিক্ষার্থীরা

  • Jul 16, 2018

Share With

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায় তারা।

সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।

বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হুসাইন মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গণতান্ত্রিক দেশে মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়। শিক্ষক-শিক্ষার্থীদের মারধর করা হয়। আমাদের তো দেখছি বাক স্বাধীনতাও নেই। কয়েকদিন পরে চিন্তা করার স্বাধীনতাও থাকবে না। এভাবে দেশের সচেতন শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা কোনো শুভ লক্ষণ নয়।

এ সময় ফাহমিদুল হক, তানজীম উদ্দিনসহ সকল শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য দেন মাস্টার্সের শিক্ষার্থী রাশেদ রিন্টু, চতুর্থ বর্ষের আহমেদ ফরিদ, মোল্লা মোহাম্মদ সাঈদ, জয়শ্রী রানী সরকার, দ্বিতীয় বর্ষের তানভীর আল-আজাদ ও প্রথম বর্ষের নয়ন কবির অন্তর। এ সময় বিভাগের প্রায় দুই-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।