চাঁপাইনবাবগঞ্জের কানসাট ইউনিয়ন আ.লীগ সেক্রেটারী গ্রেফতার
- Oct 21, 2018
শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি কানসাট বিশ্বনাথ পুরের আতাউর রহমানের ছেলে। শিবগঞ্জ থানার এএসআই রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রেজাউলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিআর ৩৮৮/১৩ (শিব) চেক জালিয়াতি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এছাড়া একই মামলায় সে সাজাপ্রাপ্ত পলাতক আসামিও রয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।