• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী মদসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

  • Oct 21, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ মো. নিজাম (৪০) নামের ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদ, ১টি বাই-সাইকেল ১টি মোবাইল ফোন, নগদ ১ হাজার ২১৫ টাকাসহ মাদক ব্যবসায়ী মো. নিজামকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। রামচন্দ্রপুর হাট কলেজপাড়ার মৃত জগদুলের ছেলে গ্রেপ্তারকৃত নিজাম।