• Saturday, November 23, 2024

চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী মাঠে আব্দুল ওদুদ এমপি : বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন উদ্বোধন

  • Oct 21, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে রবিবার সকাল থেকে রাত পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন উদ্বোধন করেছেন।
সকালে আলহাজ্ব আব্দুস সামাদ কলেজে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। এ কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।

কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য সাদরুজ্জামান, অধ্যক্ষ রোকুনুজ্জামান, সিটি কলেজর অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, প্রভাষক আব্দুর রহমান প্রমুখ।

এ ছাড়া কালিনগর দাখিল মাদ্রায় ৪ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন, সুজন একাডেমিতে দ্বিতীয় ও তৃতীয় তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ একাডেমিক ভবন, রামকৃষ্ণপুর দাখিল মাদ্রাসায় ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ভবন ও পার রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। দিনব্যাপী এসব কাজের জন্য ব্যস্ত সময় পার করেন আব্দুল ওদুদ।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক তাজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম শরিফ, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মনিরুল ইসলাম, জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক নেতা শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম।

এসব অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৫টি ইউনিয়ন সুন্দরপুর, চরবাগডাঙ্গা,শাহজাহানপুর, নারায়নপুর,আলাতুলি ও শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নকে নিয়ে জেলায় একটি নতুন উপজেলা প্রতিষ্ঠা করা হবে। তিনি আরো বলেন, নতুন উপজেলা সৃষ্টি হলে চরাঞ্চল গুলোতে নতুন নতুন সরকারি স্কুল, কলেজসহ বিভিন্ন অফিস গড়ে তুলা হবে।