এগিয়ে যাবে চাঁপাইনবাবগঞ্জ আরো বহুদূর
- Oct 23, 2018
ডি এম কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে বাংলাদেশের একটি সীমান্ত এলাকা। এরি মাঝে সরকারের নির্দেশে এ জেলাকে ব্র্যান্ডিং হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। আমকে বিশ্বের দরবারে তুলে ধরতে এ ব্র্যান্ডিং। যা আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ নামে অধীক পরিচিত এখন সবখানে। বিদায়ী জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান বারঘরিয়া ইউনিয়নের দৃষ্টি নন্দন পার্কে প্রথম বারের মত চাঁপাই ম্যাগো ফেস্ট সফল ভাবে শেষ করে বিদায় হয়েছেন। সে ফেস্টে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব উপস্থিত থেকে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের লক্ষে নানামূখী পদক্ষেপের কথা জানিয়েছেন।
উন্নয়নের পথে বাংলাদেশ। তথা চাঁপাইনবাবগঞ্জও আজ উন্নয়নের পথে হাঁটছে। বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে স্বপ্নের সোনার বাংরাদেশ গড়ে তোলার লক্ষে সকলকে সাথে নিয়ে নিরলস ভাবে কাজ করে চলেছেন। জেলার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ ও শিক্ষার হার বাড়াতে স্কুল, কলেজ, মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি করে দিচ্ছেন একাডেমিক ভবন। নির্মাণ করা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এখন শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে। সেখানে শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষে শিক্ষা গ্রহণ করে চলেছেন। কম্পিউটার জ্ঞান অর্জনে বিশ্বের সাথে তাল মিলিয়ে তাই বাংরাদেশও ধাপে ধাপে এগুচ্ছে। সে সাথে এগুচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দহিত্র সজীব ওয়াজেদ জয় আইসিটি বিভাগে সাধ্যমত কাজ করছেন। জেলায় আজ শিক্ষার হার দিন দিন বাড়ছে। এর একমাত্র কারণ শিক্ষা ক্ষেত্রে সরকারের সুযোগ সুবিধা দেয়া। গরীব ও মেধাবীদের বিন্যামূল্যে শিক্ষার ব্যবস্থা করাসহ বৃত্তি দিচ্ছেন সরকার। এতে আগ্রহী হচ্ছেন অভিভাবকরা সন্তানকে শিক্ষিত করার জন্য স্কুলে পাঠাতে।
চাঁপাইনবাবগঞ্জের স্কুলগুলোতে এখন দু থেকে তিন শিফটে ক্লাস নিচ্ছে শিক্ষার্থী বেড়ে যাবার কারণে। এ থেকেই বোঝা যায় শিক্ষা ক্ষেত্রেও এগুচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। জেলা প্রশাসনও সার্বিকভাবে মনিটোরিং করছে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে। শিক্ষার মান ধরে রাখতে ও শিক্ষার্থীদের সঠিক নিয়মে চলতে জেলা পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম যোগদানের পর পরেই রাত ৮ টার পর শিক্ষার্থীদের বাইরে বের হতে কড়াকড়ি আরোপ করেন। যাতে স্বাধুবাদ জানিয়েছেন অভিভাবক মহল। রাস্তার আশপাশে জটলা সৃষ্টি করে কেরামবোর্ড খেলাও বন্ধ করেছেন পুলিশ সুপার। সে সব আড্ডা বন্ধ করার ফলও পাওয়া যাচ্ছে।
জঙ্গী মাদকসহ যে কোন অপকর্মে যাতে শিক্ষার্থীরা জড়াতে না পারে তার জন্য সচেতনও করা হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। দেশের মঙ্গল তথা চাঁপাইনবাবগঞ্জের মঙ্গল দেখতে চাইলে অবশ্যই আমাদের নিয়মের মধ্যে থেকে জীবনযাপন করতে হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কাজ আর নিয়ম মেনে চললে যে কোন কিছু অর্জন করা সম্ভব। এক অপরের পরিপুরক হয়েই এগিয়ে যাবে চাঁপাইনবাবগঞ্জ এটাই আমাদের সকলের প্রত্যাশা।
– লেখক : বার্তা সম্পাদক, দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জ