• Tuesday, December 3, 2024

শিবগঞ্জে মসজিদভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা

  • Oct 24, 2018

Share With

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শিবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সুজারভাইজার হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।

এ সময় উপজেলার বিভিন্ন মসজিদ ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকরা সমন্বয় সভায় উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে ইউএনও বলেন, আপনাদের উপর অপির্ত দায়িত্ব যথাযথ পালনে এবং জনসাধারণের প্রতি সঠিক নির্দেশনা দেওয়ায় আপনাদের কাজ। তাই এ বিষয়ে সাধারণ নাগরিকের মাঝে ব্যাপক প্রচার ও জনসচেতনতা বাড়ানোর জন্য অনুরোধ জানান তিনি।