• Saturday, November 23, 2024

বাংলাদেশে ৮ ফুট ৩ ইঞ্চি মানুষটির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Oct 24, 2018

Share With

আলোকিত ডেস্ক : বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ তুরস্কের সুলতান কসেন।  তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি।  আর এ কোসেনের মতো বা তার চাইতে আরো সামান্য লম্বা আরেক তারকার সন্ধান মিলে বাংলাদেশের প্রত্যন্ত এক অঞ্চলে।  অজপাড়া গাঁয়ের এ লম্বা মানুষটি কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে বাস করেন।  তার নাম জিন্নাত আলী। বয়স তার ২২ ছুইঁ ছুই।  তার পিতা আমির হামজা পেশায় কৃষক। বাংলাদেশ নয় শুধু ধারনা করা হয় সে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ কি-না ! তার বর্তমান উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি।

ছেলেটির বয়স কম হলেও সে অনেক লম্বা হয়ে গেছে।  পরিবারের পক্ষে তার শরীরের দুরাবস্থা নিয়ে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  বুধবার তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন।
 

সূত্র: জুনায়েদ আহমেদ পলকের ফেসবুক ওয়াল থেকে