• Tuesday, December 3, 2024

নাচোলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • Jul 22, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ
প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট/১৮ শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯ টায় নাচোল উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু,উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম,সহকারী শিক্ষা অফিসার আব্দুল মোতালিব,রিয়াজুল ইসলামসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। টুর্নামেন্টের শুরুতে নাচোল ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম দরবেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে ও পুরুষ শিক্ষার্থীরা খেলায় অংশ গ্রহন করেন।