‘বাংলাদেশ ২০৪১ সালে দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত দেশ হবে’
- Nov 05, 2018
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত দেশ। ২১০০ সালের মধ্যে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।’
আজ সোমবার রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বানৌজা) শেখ মুজিব ঘাঁটির কমিশনিং, নেভি মিউজিয়াম অ্যান্ড মেরিটাইম ওয়ার্ল্ড এবং তিনটি অঞ্চলের ২২টি বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
নৌবাহিনীকে আরও উন্নত করে গড়ে তোলার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আবারও ক্ষমতায় এলে নৌবাহিনীকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলবো। আমরা চাই যারা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করবেন, তারা যেনো তাদের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারেন। মাথা উঁচু করে দাঁড়াতে পারেন। সশস্ত্র বাহিনী যেনো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার।’
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘নৌবাহিনীর কথা জাতির পিতার ছয় দফাতেও ছিল। তিনি বলেছিলেন, নৌবাহিনীর ঘাঁটি বাংলার মাটিতেই হতে হবে। তা হয়েছে। আমরা এখন সশস্ত্র বাহিনীকে আরও উন্নত করার জন্য কাজ করছি।’
এর আগে, নৌবাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এরপর শেখ মুজিব ঘাঁটির কমিশনিং, নেভি মিউজিয়াম অ্যান্ড মেরিটাইম ওয়ার্ল্ড ও তিনটি অঞ্চলের ২২টি বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।