• Tuesday, December 3, 2024

নিউ ইয়র্ক হামলায় দোষী সাব্যস্ত হলেন বাংলাদেশি আকায়েদ 

  • Nov 07, 2018

Share With

গত বছর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে বোমা হামলা করা হয়। এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন আকায়েদ উল্লাহ ( ২৮)। তিনি বাংলাদেশি অভিবাসী।

জানা গেছে, ম্যানহাটনের ফেডারেল আদালতে আকায়েদের বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়। তাকে সবগুলো অভিযোগেই দোষী সাব্যস্ত করেছে ওই আদালত।

প্রসিকিউটরা জানান, জঙ্গী সংগঠন ইসলামিক স্ট্যাট (আইএস)-এর সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে আকায়েদ।

কিন্তু তার আইনজীবীর দাবি, আকায়েদ কখনোই আইএস সদস্য ছিল না।

উল্লেখ্য, নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি ব্যস্ত এলাকায় গত বছর ১১ ডিসেম্বর বোমা হামলার চেষ্টা চালানো হয়। সে সময় আকায়েদসহ পাঁচজন আহত হন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সূত্র: বিবিসি