• Tuesday, December 3, 2024

‘নৌকার পক্ষে একসঙ্গে কাজ করতে হবে’ শ্যামা পূজার মেলায় সাবেক এমপি জিয়াউর রহমান

  • Nov 07, 2018

Share With

স্টাফ রিপোর্টার:  চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য মুহা.জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের স্বার্থে  সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে।

বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে বড়াইল শ্যামা পূজা উপলক্ষে মেলা পরিদর্শন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে নৌকার পক্ষে লিফলেট বিতরণ এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্বতীপুর ইউনিয়নের বড়াইল শ্যামা পূজা যুব কমিটির সভাপতি শুকুমার বর্মণের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাহারুল ইসলাম সাবেক চেয়ারম্যান পার্বতীপুর ইউনিয়ন পরিষদ, হেমন্ত বর্মন প্রধান শিক্ষক দেওপুরা উচ্চ বিদ্যালয়, জাহিদ হাসান মুক্তা কাউন্সিলর ও সাংগঠনিক সম্পাদক রহনপুর পৌর আওয়ামী লীগ, শাহরিয়ার সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ পার্বতীপুর ইউনিয়ন, গোলাম রাব্বানী মেম্বার পার্বতীপুর ইউনিয়ন পরিষদ প্রমুখ।