• Tuesday, December 3, 2024

ক্রিস গেইলের মা মারা গেলেন

  • Nov 08, 2018

Share With

টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা ক্রিস গেইলের মা হ্যাজেল মৃত্যুবরণ করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে জানানো হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে।

গতকাল ৭ নবেম্বর বুধবার হ্যাজেল মারা যান। তিনি স্বামী ডুডলিসহ রেখে গেছেন সাত সন্তান ভ্যানক্লিভ, লিন্ডন, মিশেল, মাইকেল, অ্যান্ড্রু, ক্রিস্টোফার হেনরি গেইল এবং ওয়েনিকে।

তার মৃত্যুতে পৃথক শোক জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) ও জ্যামাইকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেসিএ)। সিডব্লিউআইয়ের সভাপতি ডেভ ক্যামেরন শোক প্রকাশ করে বলেছেন, ক্রিস গেইলের মায়ের মৃত্যুতে আমরাও শোকাহত।