চাঁপাইনবাবগঞ্জে অক্টোবর বিপ্লবের ১০১ তম বার্ষিকী উদযাপন
- Nov 09, 2018
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংগীত, লাল পতাকা মিছিল, সামবেশ, কবিতা আবৃত্তি ও গণসংগীতের মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে বুধবার অক্টোবর বিপ্লবের ১০১ তম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বিকেলে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি, চাঁপাইনবাবগঞ্জ এসব কর্মসূচির আয়োজন করে। বিকেল চারটায় নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর সেখান থেকে লাল পতাকা মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। লাল পতাকা মিছিলে সেজেগুজে নেচে-গেয়ে অংশ নেয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশু, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষরাও।
উদযাপন কমিটির আহ্বায়ক শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইসরাইল সেন্টু, জেলা সিপিবির সাবেক সভাপতি এ্যাড. সাইদুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), নওগাঁ জেলার সমন্বয়ক জয়নাল আবেদীন, সাংস্কৃতিক কর্মী সাদিকুল ইসলাম, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্যাপন কমিটির সদস্য সচিব ও জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব। অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্যরা।