চাঁপাইনবাবগঞ্জে ফলদ ও বনজ বৃক্ষ মেলার উদ্বোধন
- Jul 30, 2018
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ উদ্যোগে ৭দিন ব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে।
‘‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই নগর–প্রাণ প্রকৃতি সাজাই” স্লোগানকে সামনে রেখে সোমবার বিকেল সাড়ে ৪টায় স্থানীয় কালেক্টরেট শিশু পার্ক চত্বরে ফলদ ও বনজ বৃক্ষ মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ–০৩ আসনের সাংসদ মো. আব্দুল ওদুদ।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও রাজশাহী বন বিভাগের কর্মকর্তা–কর্মচারীরা। এর আগে প্রধান অতিথি আব্দুল ওদুদ এমপি ফিতা কেটে মেলার উদ্বোধন ও ষ্টল পরিদর্শন করেন। মেলায় ফলদ, বনজ, ঔষধী, বিভিন্ন প্রকার ফলসহ ২৫ টি স্টল রয়েছে।