চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ২টি পিস্তল, ম্যাগাজিন, গুলি উদ্ধার করেছে বিজিবি
- Nov 19, 2018
স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত থেকে অভিযান চালিয়ে দুটি পিস্তুল, ৪টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে ৫৯ বিজিবি।
রোববার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। ৫৯বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এসএম সালাহ উদ্দিন এবং সহকারি পরিচালক মেজর আজিমুল ঘশ এই অভিযানে নেতৃত্ব দেন।
সোমবার দুপুরে প্রেসব্রিফিংয়ে ৫৯বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এসএম সালাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভত্তিতে অভিযান চালিয়ে তেলকুপি বিওপি’র ১৮০/৯এস মেইন পিলারের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তিনি আরও জানান, বিজিবি’র কাছে খবর রয়েছে দেশে সন্ত্রাস সৃষ্টির লক্ষে কতিপয় সন্ত্রাসী এই অস্ত্রগুলো ভারত থেকে দিশে নিয়ে আসছিল। এব্যাপারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।