চাঁদের পর এবার ‘নকল সূর্য’ বানিয়েছে চীন
- Nov 20, 2018
অনলাইন ডেস্ক ॥ ‘আকাশে নকল চাঁদ স্থাপন করবে চীন’ বেশ কয়েকদিন আগে এমন সংবাদ প্রকাশ হয়েছিল। এবার তার চেয়ে আরও চমকপ্রদ তথ্য জানা গেল। সেটা হলো- ‘নকল সূর্য’ বানিয়েছে চীন।
শুনতে অবিশ্বাস্য লাগলেও চীনের তৈরি এ ‘নকল সূর্য’ নাকি আসল সূর্যের চেয়েও উত্তপ্ত। কেবল তাই নয়, ‘নকল সূর্য’ নাকি রয়েছে পৃথিবীতেই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বরাত দিয়ে এবেলা সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়, ভবিষ্যতে শক্তির উৎস হিসেবে চীনা বিজ্ঞানীরা এটি তৈরি করেছেন। যেখানে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস, সেখানে এ বস্তুটির (নকল সূর্য) তাপমাত্রা ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস।
‘ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিক্স’-এ নির্মিত এ ‘নকল সূর্য’র মধ্যে অবিকল আসল সূর্যের মধ্যে যেভাবে শক্তি উৎপন্ন হয় সেই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।
এ প্রোজেক্টে নিউক্লিয়ার সংযোজন পদ্ধতিতে তাপ নির্মিত হয়েছে। স্বাভাবিকভাবেই এমন একটি যন্ত্রকে তৈরি করতে ও প্রতিদিন চালাতে বিপুল খরচ হচ্ছে।