• Thursday, January 2, 2025

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের মনোনয়নপত্র দাখিল

  • Nov 28, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হারুনুর রশীদ মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার এ জেড এম নূরুল হকের নিকট তিনি মনোনয়নপত্রটি দাখিল করেন।

এ সময় বিএনপির সাবেক এমপি (সংরক্ষিত) অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম ও সাধারণ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট রবিউল হক দোলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, আলহাজ্ব শামসুল হক গানু প্রমুখ।