• Saturday, May 4, 2024

নাচোলে প্রবীণ ব্যক্তিদের সহায়তা প্রদান

  • Nov 28, 2018

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে প্রবীণ ব্যক্তিদের মাঝে পরিপোষক ভাতা ও বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বুধবার এ সহায়তা প্রদান করা হয়।

এ উপলক্ষে বেলা সাড়ে ১০টায় নেজামপুর হিন্দু পাড়া প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-২২ কার্যালয়ের সামনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য দেন নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, হাটবাকইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খাইরুল আলম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আঞ্চলিক ব্যবস্থাপক বাশার উদ্দিন, ইউনিট ব্যবস্থাপক আরিফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার ফসিউল ইসলাম, মাইনুল ইসলাম, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলারসহ অন্যান্যরা। আলোচনা শেষে প্রধান অতিথি ১শ জন প্রবীণ সদস্যের মাঝে ৩ মাসের ১৮ শ টাকা করে পরিপোষক ভাতা, ১শ জনকে শীতবস্ত্র ও ২০ জন প্রবীণ ব্যক্তিকে আকিং স্টিক প্রদান করেন।