• Wednesday, December 4, 2024

ইজতেমা ময়দানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক মুসল্লি

  • Dec 01, 2018

Share With

আলোকিত ডেস্ক: বিশ্ব ইজতেমার ময়দানে তাবলীগ জামাতের বিবাদমান দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও  উভয় গ্রুপের কমপক্ষে শতাধিক মুসল্লি আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। চলে দুপুর ১২টা পর্যন্ত।

জানা গেছে, সংঘর্ষে আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর আহত একজন মারা গেছে।

মওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা জানিয়েছেন, তাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ থেকে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু হওয়ার কথা ছিলো তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে। এদিকে দেওবন্দপন্থী মওলানা জোবায়েরের অনুসারীরা আগে থেকেই ইজতেমা মাঠে অবস্থান নেয়। মাঠ দখল নেওয়াকে কেন্দ্র করে শুরু হয় এ সংঘর্ষ।
টঙ্গীর ইজতেমা ময়দানে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় এক মারা গেছেন বলে শোনা গেলেও দায়িত্বরত প্রশাসনের কেউ নিশ্চিত করছেন না। ওই ব্যক্তির নাম ইসমাই মন্ডল (৭০), পিতা খলিল মন্ডল।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন