• Saturday, May 18, 2024

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় সড়ক নিরাপদ করতে পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ ও পৌরসভার যৌথ উদ্যোগ

  • Aug 04, 2018

Spread the love

শুক্রবার বিকেলে একটি শিশু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গাবতলায় মারা যাবার পরদিন শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জেলা পুলিশের যৌথ উদ্যোগে পৌর এলাকার মধ্যে চলাচলকারী সকল অটোরিক্সার অভিন্ন রং লাগানোর ব্যাবস্থা করা হয়। সেসাথে এসব যানের কোন লাইসেন্স না থাকায় প্রতিটি অটো রিক্সার উপর চালকের মোবাইল ফোন নম্বর সংরক্ষন করার নির্দেশ জারী করা হয়েছে।

পৌর এলাকায় শুধু অনুমোদিত একই কালারের অটো চলাচল করতে পারবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে পৌর এলাকার বাইরের কোন অটো রিক্সা পৌর এলাকায় প্রবেশ করতে পারবেনা। আর প্রবেশ করলে এর চালক কে জরিমানা গুনতে হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা জারী করা হয়েছে

ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহিদুল হক সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকায় রাস্তাগুলোতে ব্যাটারী চালিত অটো রিক্সার শৃঙ্খলা ফেরাতে এবং সড়কগুলো নিরাপদ করতে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলামের নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে এ বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। নিরাপদ সড়ক বাস্তবায়নের অংশ হিসেবে শহরের মধ্যে দুর্ঘটনা,অটো রিক্সা চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে ভূমিকা নেয়া হয়েছে

আর উদ্যোগটি দ্রুত বাস্তবায়ন এবং যথাযথ পর্যবেক্ষনে রাখার অনুরোধ জানিয়ে নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের আন্দোলনের মধ্যে ধরনের নেয়া উদ্যোগকে সচেতন মহল সাধূবাদ জানিয়েছেন