• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য বিজয় র‌্যালি

  • Dec 10, 2018

Share With

মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতার এই মাসে চাঁপাইনবাবগঞ্জে বিজয় র‌্যালি বের করা হয়। সোমবার সকাল ১০টায় ডিসি অফিস চত্ত্বর হতে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের নেতৃত্বে এই র‌্যালিটি বের করা হয়।

জেলা প্রশাসন আয়োজিত বিজয় র‌্যালির মাধ্যমে সপ্তাহব্যাপি বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।

র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে আবারও সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জাতীয় পতাকা হাতে বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অংশ নেয়।

আগামী ১৬ডিসেম্বর সন্ধায় নবাবগঞ্জ সরকারি কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।