শিবগঞ্জ মুক্ত করতে এসময় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা ডা. মঈন উদ্দিন আহমেদ মন্টু। তাঁর সাথে আরোও ছিলেন অন্যতম মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ শাহজাহান মিঞা।
দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধ করে ১৯৭১ সালের ১১ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এবং পাকবাহিনীকে শিবগঞ্জ থেকে সরিয়ে দিয়ে শিবগঞ্জকে মুক্ত ঘোষণা করেন।