• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক দেয়ালিকা প্রদর্শণীর শুভ উদ্বোধন

  • Dec 11, 2018

Share With

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতার বিকাশ ঘটাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৬ দিন ব্যাপি দেয়ালিকা প্রদর্শণীর উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপি কর্মসূচির অংশ হিসেবে দেয়ালিকা প্রদর্শণীর উদ্বোধন করা হয়। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে এ দেয়ালিকার শুভ উদ্বোধন ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস এফ এম খায়রুল আতাতুর্ক, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দাউদ হোসেন, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ইকবাল হাসান, নেজারতে ডেপুটি কালেক্টর নয়ন কুমার রাজবংশী প্রমুখ।

দেয়ালিকা প্রদর্শণীতে জেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।