• Sunday, December 22, 2024

হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করলেন শেখ হাসিনা

  • Dec 22, 2018

Share With

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে সিলেট পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার কিছুক্ষণ আগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সিলেট পৌঁছে প্রথমেই উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী।এরপর সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ, নামাজ আদায় শেষে বেলা আড়াইটা থেকে ৩ টার মধ্যে নগরীর আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন শেখ হাসিনা।

সংক্ষিপ্ত এই সফর শেষে বিকেল সাড়ে ৪টায় বিমানযোগেই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন