• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জ-২ এর নৌকা প্রার্থী জিয়াউর রহমানের শেষ নির্বাচনী জনসভা

  • Dec 27, 2018

Share With

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী জিয়াউর রহমানের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাজাহান আনসারী মামলত।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, সাবেক মহিলা সংসদ এ্যাডভোকেট শওকত আরা বেগম, কেন্দ্রীয় যুবলীগ নেতা আনোয়ারুল ইসলাম আনোয়ার, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদের, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আশরাফুল হক চুনু, প্রবীণ আওয়ামী লীগ নেতা হুমায়ুন চেয়ারম্যান, ডাঃ আশরাফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা খুরশিদ আলম বাচ্চু,  মহিলা নেত্রী হালিমা বেগম প্রমুখ।

সভায় বক্তারা আগামী নির্বাচনে এলাকার প্রার্থী জিয়াউর রহমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।