ফলাফল নিয়ে ঘরে ফিরতে নেতাকর্মীদের নির্দেশ শেখ হাসিনার
- Dec 29, 2018
ঐক্যফ্রন্ট মাঝপথে নির্বাচন বর্জন করলে বিভ্রান্ত না হয়ে শেষ পর্যন্ত ভোটের মাঠে থেকে ফলাফল নিয়ে ঘরে ফিরতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন: বিএনপি-জামাত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলেও নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
বিএনপি-জামায়াতের সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুর জেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার মাহবুবুর রহমানকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি আহতের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেন।
সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আওয়ামী লীগ সভাপতি। বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াতের হামলায় ৬ জন নিহত ও প্রায় সাড়ে ৪শ’ জন আহত হওয়ার তথ্য দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা বিশ্বব্যাপী নালিশ করছে, আবার হামলাও চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন: মনোনয়ন বাণিজ্যের কারণে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের দায় দেয়া হচ্ছে আওয়ামী লীগের ওপর।
শেখ হাসিনা বলেন: নৌকার বিজয় নিশ্চিত হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, দেশ হবে দারিদ্র্যমুক্ত, মজবুত হবে অর্থনীতি।
সূত্র : চ্যানেল আই অনলাইন