• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি আসনে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে

  • Dec 30, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে। রোববার সকাল ৮ থেকে ভোটারদের আনন্দ ও উৎসবের মধ্যে দিয়ে ভোট গ্রহণ শুরু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষ ভোটারদের ভিড় চোখে পড়ার মতো। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নুরুল ইসলাম জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওদুদ তার ভোট প্রদান করেন এই কেন্দ্র। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সহকারি রির্টানিং ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন জানান, ১৫০ টি কেন্দ্রে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। স্ব-স্ব কেন্দ্রে পুলিশ, আনসার- ভিডিপি’র নিরাপত্তা প্রহরায় ভোট গ্রহণ চলছে।

অন্যদিকে জেলার আরো ২টি সংসদীয় আসনেও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। জেলার ৩টি সংসদীয় আসনে ৪৬৭টি ভোট কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। আর জেলার ৩টি সংসদীয় আসনে ১১ লাখ ৭৫ হাজার ৭৬৩জন ভোটার রয়েছে।

এ রির্পোট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।