• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে সড়ক দূর্ঘটনায় কাঠমিস্ত্রী নিহত

  • Jan 01, 2019

Share With

জাকির হোসেন পিংকু : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ফিল্ডের হাট এলাকায় সড়ক দূর্ঘটনায় সাদিকুল ইসলাম (৪৮) নামে একজন কাঠমিস্ত্রিী নিহত হয়েছেন। নিহত কাঠমিস্ত্রি শিবগঞ্জ উপজেলার লাগাতপাড়া গ্রামের মৃত সাইরু শেখের ছেলে।

মঙ্গলবার (১জানুয়ারী) সকাল ৭টার দিকে ফিল্ডেরহাট এলাকায় সোনামসজিদ মহাসড়কে একটি মাহেন্দ্র টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে টেম্পোর নিচে চাপা পড়ে কপালে আঘাত পেয়ে আহত হন সাদিকুল। তাঁকে উদ্ধার করে সদর হাসাপাতালে আনা হলে সকাল পৌনে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। যাত্রীবাহী মাহেন্দ্রটি শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরে আসার সময় দূর্ঘটনাটি ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করলেও মাহেন্দ্রটি আটক করতে পারেনি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান উপপরিদর্শক রাজ্জাক।