৩ জানুয়ারি শপথ নেবেন নির্বাচিত সংসদ সদস্যরা: তথ্যমন্ত্রী
- Jan 01, 2019
আগামী ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ডিএসআরএস সংলাপে এ তথ্য জানান তিনি।
এ সময় তিনি বলেন, মহাজোট বিপুল ভোটে জয়লাভ করেছে। এটি নিশ্চিত যে শেখ হাসিনার নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে যাচ্ছে।
তিনি বলেন, মহাজোট মানুষের জোট, শয়তান বা ফেরেস্তার জোট নয়। তাই চলার পথে যদি কোনও ভুল হয়ে থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ২৮৮ আসনে জয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পায় ৭টি আসন।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন