• Thursday, January 2, 2025

নিরাপদ সড়কের আন্দোলনের সমর্থনে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • Aug 07, 2018

Share With

নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে ‘সংহতি মিছিল’ করেছে ভারতের বামপন্থী রাজনৈতিক দল এসইউসিআইয়ের ছাত্র সংগঠন ডিএসওর পশ্চিমবঙ্গ শাখা।

সোমবার বিকেলে ডিএসও কলকাতায় বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণার জন্য একটি ‘সংহতি মিছিল’ বের করে। মিছিলটি কলকাতার রামলীলা ময়দান থেকে বের হয়ে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের দিকে রওনা হয়।

বাংলাদেশের শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনের সমর্থনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করেন। বাংলাদেশের শিক্ষার্থীদের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে নানা স্লোগানের পাশাপাশি শিক্ষার্থীদের ওপর দমনপীড়ন বন্ধের আবেদন জানান। মিছিলটি উপহাইকমিশনের কাছে গেলে পুলিশ বাধা দেয়। এরপর মিছিলকারীরা বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি একাত্মতা ঘোষণা করে এক বার্তা পাঠায় শিক্ষার্থীদের উদ্দেশে।