• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জ পৌর কৃষকলীগের নতুন কমিটি

  • Jan 04, 2019

Share With

কৃষকলীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আহবায়ক কমিটি বিলুপ্ত করে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর কৃষকলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মেসবাহুল হক টুটুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলী আশরাফ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড.আব্দুস সামাদ বকুল ও সাধারণ সম্পাদক মো. মুসফিকুর রহমান টিটোর স্বাক্ষরীত পত্র থেকে জানা যায়, আগামী তিন বছরের জন্য নতুন এ-কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও প্রদান করা হয়।

দায়িত্ব নেবার পর নবগঠিত পৌর কৃষকলীগের নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টিটো, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফায়জার রহমান কনকসহ নেতৃবৃন্দ।