• Thursday, November 21, 2024

প্রখ্যাত সংগীত শিল্পী, শিক্ষাবিদ প্রফেসর ইফফাত আরা নার্গিসের জন্মদিন

  • Jan 09, 2019

Share With

মাহবুবুল ইসলাম ইমন : 

প্রখ্যাত সংগীত শিল্পী ও শিক্ষাবিদ, চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ‘প্রফেসর ইফফাত আরা নার্গিসের’ শুভ জন্মদিন ৮ জানুয়ারী।

১৯৫৬ সালের এইদিনে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত মুহাম্মদ আলাউদ্দিন একজন স্বনামধন্য শিক্ষক। তাঁর মাতা প্রয়াত গোলেনুর বেগম। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি পিতা-মাতার চতুর্থ সন্তান। ইফফাত আরা নার্গিসের স্বামী রফিকুল ইসলাম দেশের একজন স্বনামধন্য সাংবাদিক।

দেশবরেণ্য রবীন্দ্র ও নজরুল সংগীত শিল্পী ‘ইফফাত আরা নার্গিস’ বিভিন্ন টেলিভিশন ও বেতারের সরাসরি অনুষ্ঠানসহ জাতীয়-স্থানীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে আধুনিক গানও গেয়ে থাকেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার-সম্মাননায় ভূষিত হয়েছেন।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর মহাপরিচালক,  ঢাকা গার্হস্থ্য অর্থনীতি সরকারি কলেজের অধ্যক্ষসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন গুণি এই শিক্ষাবিদ।
নন্দিত সংগীত শিল্পী ও শিক্ষাবিদ ‘প্রফেসর ইফফাত আরা নার্গিসের’ শুভ জন্মদিনে ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জের’ পক্ষ থেকে জানাই ফুলেল শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর…