• Sunday, November 24, 2024

প্রযুক্তির ব্যবহারে দুর্নীতি কমিয়ে সুশাসন নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী পলক

  • Jan 12, 2019

Share With

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকারকে বিগত দশ বছরের উন্নয়নের ধারাবাহিকতার আলোকে পূনরায় জনগণ তাদের সেবার দায়িত্ব দিয়েছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান দুর্নীতি হ্রাসের জন্য সারাদেশে দ্রুতগতিতে প্রযুক্তির বিস্তার ও ব্যবহার নিশ্চিত করার কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে দেশবাসীর নিকট দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দিয়েছেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তা শতভাগ নিশ্চিত করা হবে।

শনিবার দুপুরে নাটোর সার্কিট হাউজে জেলা প্রশাসনের মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নাটোর জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খাঁন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজ্জাকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম প্রমুখ।