• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান এসপি রাশিদুল হককে বালিয়াডাঙ্গায় সংবর্ধনা

  • Jan 15, 2019

Share With

সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার রাশিদুল হক রাসেল। রাশিদুল হক জন্মেছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে। বালিয়াডাঙ্গার এই কৃতি সন্তানকে সংবর্ধনা জানালো ইব্রাহিম বিশ্বাস মেমোরিয়াল কমপ্লেক্স।

পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় রাশিদুল হককে সোমবার চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় সংবর্ধনা প্রদান করা হয়।

ইব্রাহিম বিশ্বাস মেমোরিয়াল কমপ্লেক্স আয়োজিত বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইব্রাহিম বিশ্বাস মেমোরিয়াল কমপ্লেক্সের পরিচালক প্রফেসর ড. মো. সিরাজ উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাশিদুল হক রাসেল ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম।

অনুষ্ঠানে রাশিদুল হক ও মোজাহিদুল ইসলামের হাতে ‘ইব্রাহিম বিশ্বাস মেমোরিয়াল কমপ্লেক্সে’ এর নেতৃবৃন্দ শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন।