২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু : রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে ৯ হাজার
- Feb 01, 2019
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ২ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের পরীক্ষায় মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে ৯ হাজার ৮১১ জন। এবার বোর্ডের অধীনে পরীক্ষায় বসবে বিভাগের আট জেলার ২ লাখ ৪ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল এক লাখ ৯৪ হাজার ৭৭৫ জন। আগামীকাল ২ ফেব্রুয়ারি থেকে এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আনারুল হক প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবার মোট পরীক্ষার্থী ২ লাখ ৪ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ১ লাখ ৮০ হাজার ৩০৩ জন নিয়মিত পরীক্ষার্থী।
নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অনলাইনে বোর্ডে পাঠাবে।
এসএসসি পরীক্ষাকে ঘিরে যা রয়েছে নির্দেশনায়
এবারও এসএসসি পরীক্ষা সকাল ১০ থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সব পরীক্ষার্থীকে ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। এ ছাড়াও পরীক্ষার ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নেপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। কেন্দ্র সচিব ছাড়া (ছবি তোলা যায় না এমন ফোন) অন্য কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।