• Tuesday, December 3, 2024

গম্ভীরা গানের নানা ‘সৈয়দ শাহজামাল’ সড়ক দূর্ঘটনায় নিহত

  • Feb 23, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের রসকস গম্ভীরা দলের নানা, আইজীবী ও সুজনের (সুশাসনের জন্য নাগরিক) জেলা সভাপতি  এ্যাড. সৈয়দ শাহজামাল সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।

জানা গেছে, ঢাকায় গম্ভীরা করার উদ্দেশ্যে এ্যাড.শাহজামাল গম্ভীরা দল নিয়ে মাইক্রোবাস যোগে ঢাকায় যাচ্ছিলেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। ভোররাত ৩টার দিকে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক এলাকায় পৌঁছলে মাইক্রোবাসের সাথে একটি বাহনের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সুজনের চাপাইনবাবগঞ্জ শাখার সভাপতি ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল ও মাইক্রোবাসটির চালক মোশারফ হোসেন মুশা নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

চাঁপাইনবাবগন্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহজামাল চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামের সৈয়দ জহুরুল আলমের ছেলে।

সৈয়দ শাহজামালের মরদেহ তাঁর বাসায় (চাঁপাইনবাবগঞ্জ শহরের লাখেরাজ পাড়া) নেয়া হয়েছে। আজ  শনিবার বাদ আসর প্রথম জানাজা চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্ত্বরে এবং বাদ মাগরিব দ্বিতীয় জানাজা সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামে অনুষ্ঠিত হয়ে সেখানেই তাঁকে দাফন করা হবে।

মৃত্যুকালে স্ত্রী, ২ কন্যা ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন প্রয়াত সৈয়দ শাহজামাল।