• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে উগ্রবাদী বইসহ দুই জেএমবি গ্রেফতার

  • Feb 26, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আঝইর এলাকার পেয়ারাবাগানে গোপন বৈঠক করার সময় উগ্রবাদী বই, লিফলেটসহ দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলার নাচোল উপজেলার ফুরশেদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. বাইরুল(৩৪) ও একই গ্রামের মো. মমতাজ হোসেনের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮) ।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সোমবার দিবাগত দেড়টার সময় নাচোল উপজেলার আঝইর এলাকার একটি পেয়ারাবাগানে জেএমবি’র ৬/৭ জন গোপন বৈঠক করার সময় অভিযান চালালে ২জনকে গ্রেফতার করা হয়। এসময় ৪/৫জন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে কিছু উগ্রবাদী বই, হ্যান্ডনোট ও লিফলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা এবং ঘটনাস্থল হতে পলাতক অন্যান্যরা সকলেই জেএমবি’র এর গায়রে এহসার সদস্য বলে নিজেদের পরিচয় দেয়। তাদের বিরুদ্ধে নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে।