• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অস্ত্র উদ্ধার করেছে বিজিবি

  • Feb 28, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মোটরসাইকেলের সিটে বিশেষভাবে লুকায়িত অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি। সেগুলো হলো- চারটি ওয়ান স্যুটার গান, দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার। এ সময় জব্দ করা হয়েছে ওই মোটরসাইকেলটি।

বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার সীমান্তের দায়পুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর সাঁওতালপাড়া এলাকা থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বিকালে প্রেস ব্রিফিংকালে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম সালাহ উদ্দিন জানান, গোপন সংবাদে আমরা জানতে পারি- সীমান্ত অতিক্রম করে কিছু অবৈধ আগ্নেয়াস্ত্র দেশে ঢুকছে। এমন সংবাদে বিজিবি সদস্যরা শিয়ালমারা সীমান্তের পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং টহল জোরদার করা হয়। পরিস্থিতি বুঝে অস্ত্রবহনকারী ওই এলাকার একটি আমবাগানের মধ্যে একটি ব্যাগসহ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ওই মোটরসাইকেলের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এবং ওই মোটরসাইকেলটি জব্দ করা হয়।’

বিজিবি আরো জানায় এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে এবং  উদ্ধার আগ্নেয়াস্ত্রসহ মোটরসাইকেল থানায় জমা দেয়া হয়েছে।