• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জের ৪ উপজেলায় ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  • Mar 07, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের ৪ উপজেলায় ৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ছয় চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।  নাচোল উপজেলায় দুইজন চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান, গোমস্তাপুরে একজন চেয়ারম্যান, একজন করে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, ভোলাহাটে দুইজন চেয়ারম্যান ও শিবগঞ্জে একজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন শিবগঞ্জের চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা টুটুল, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাইরুল ইসলাম, ভোলাহাট দুই চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক, আমিনুল হক, নাচোলে দুই চেয়ারম্যান প্রার্থী আমানুল্লাহ আল মাসুদ ও তরিকুল ইসলাম। নাচোলের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাশিদা খাতুন, গোমস্তাপুরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুন নেসা ও পুরুষ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম।