• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪টি পিস্তল, গুলিসহ আটক ১

  • Apr 20, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের দাদনচক এলাকা থেকে  ৪টি পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের আবদুর রাকিবের ছেলে সৈইবুর রহমান বাবু ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে শিবগঞ্জে দাদনচক ভুসগাড়া মাঠে জনৈক মিলনের আম বাগানের ভিতর অভিযান চালায় র‌্যাব। অভিযানে ৪টি পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলিসহ বাবুকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব আরো জানায়, ভারত থেকে অস্ত্র এনে বাংলাদেশে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল বাবু । আটক বাবু দীর্ঘদিন যাবৎ সীমান্তে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানায় র‌্যাব।। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে